• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মামলার নথি হারানোর দায়ে পেশকারসহ ২ জন রিমাণ্ডে

আরটিভি নিউজ

  ০২ মার্চ ২০২১, ১৯:৩৫
মামলার নথি হারানোর দায়ে পেশকারসহ ২ জন রিমাণ্ডে

রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলার নথি হারানোর অভিযোগে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (০২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।

অভিযোগে এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. সামছুদ্দিন ও দ্রুত বিচার এক ট্রাইব্যুনালের পেশকারের সহযোগী সেলিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে তারা মামলার নথি হারানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলাটির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার আবু সাঈদ চৌধুরীর আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে পেশকার সামছুদ্দিন ও তার সহযোগী সেলিম জামিন আবেদন করেন। দুই পক্ষের শুনানি নিয়ে বিচারক তাদের জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের নির্দেশ দেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
লংগদুতে ২ জনকে হত্যার ঘটনায় ইউপিডিএফের অবরোধ
বজ্রপাতে একই পরিবারের ২ জনসহ নিহত ৩
রিকশাচালকের পা ভেঙে দেওয়ার দায়ে ট্রাফিক পুলিশ ক্লোজড
X
Fresh